আমি লিখি,
লিখি পৃথিবী,দেশ,প্রেম,বিরহ আরো কতো কি।
মানুষ লিখি অমানুষ লিখি।
লিখি রাষ্ট্র,আঁকি মানচিত্র।
মানবচিত্র ও আঁকি বটে।
আমি লিখি।
লিখতে লিখতে,লিখতে চাই জীবনের শেষ লেখা।
লিখতে চাই জীবনের শেষ কবিতা।
যে কবিতার নাম স্বরূপ ছাপাতে চাই তোমাকে।
যাযাবরের মতো মরুর বক্ষ মাঝে লিখে যেতে চাই তোমাকে।
নতুবা ট্রাভেল ব্লগারের মতো হিমালয়ের চূড়ায় উড়াতে চাই তোমার নামের পতাকা।
খুঁদাই করে রেখে দিতে চাই তোমার ডাক নাম।
যে ডাক নামে মুখরিত হবে শহর থেকে দেশ,দেশ থেকে পৃথিবী।
তোমাকে বড়ো করে টানাতে চাই বিলেতের প্রাচীন শহরের প্রাচীন মিউজিয়ামে।
তোমাকে নিয়ে একটি সন্ধ্যা নামাতে চাই গ্রীক শহরের পিরামিডে।
তুমি আমি ছাঁপা আঁকায় থাকতে চাই প্রাচীন কোন দেওয়ালের শ্যাওলার মাঝে।