সম্পর্কে প্রথম যেদিন আমাদের দেখা,
তোমার পরনে ছিলো শর্ট ফ্রক।
কোমর অব্দি চুলের বেণি।
ওড়না সরতেই বুকের বাঁ পাশে তীল,
সেদিনই ইচ্ছে হচ্ছিলো গোলাপের দামে তোমায় কিনি।

তারপর,
কিছুদূর এগুতেই ভালোবাসি বলা,
দুজনেরই মেতে উঠা ল্যাম্পোস্টের প্রেম,
টং এর চা,আর খুচরো পয়সার দামে হাওয়াই মিঠা।
হুড় তোলা রিক্সায় হাতে হাত রেখে রাস্তার জ্যাম—
এসবও ভালোবাসা,ছিলো এক বসন্তের প্রেম

সাক্ষাতে তোমার হাসি,ছেলেমানুষী
শাসন,কান্না চোখে ভালোবাসা ভিষণ,
চোখে চোখ রেখে সত্য বলা,
মিথ্যে বলতেই অভিমান,রেগে যাওয়ার ভান
দুজনেরই স্রোতের বিপরীতে চলা,
এসবও ভালোবাসা,ভালোবাসি বলা।

শহরের সবচেয়ে নোংরা রাস্তায় হাটা,
সুন্দরের উপমা দিতে গিয়ে নোংরা রাস্তার নাম দেওয়া জিনলি স্ট্রিট।
আমাদের সব কথা শেষে,আবার কথা বলা।
একসাথে বোসে সন্ধ্যার হাসি,তোমার চোখে আকাশ দেখি,
সবই সুন্দর,
প্রকৃতিও বলেছিলো আমাদের প্রেম ছাড়া এ শহর মেকি।

এক বসন্তের প্রেম || আকিব ইবনে হক
             ৷ ৪ঠা জানুয়ারি ৷