তোমরা বুলেট ছুড়ো,
হ্যাঁ...
তোমরা বুলেট ছুড়ো -
পাক হানাদার আমরা নিরহ মানুষ,
চক্ষু ওসব গেঁথে দিলাম হইছেনিবার হুঁশ।
তোমরা কথার পিঠে কথা ছুড়ো,
বিচারের আগে হাত।
তোমরাই আবার ভয়ে পালালে,
পরিচয়ে কোন জাত?
তোমার দ্যাশের সংস্কৃতি,
সিন্নি পিঠা খাওয়া।
আমার দ্যাশের শ্রমিক নাকি,
তাদের চোখে মোঁয়া।
তোমরা কোন পরিচয় বহন করো,
আমরা তা তা জানি।
আমার মেয়ে স্বাধীন কন্যা,
তোমরা পারাধীনি।
মুসলিম সবাই এক কাতারে,
নামাজ যেমন পড়ি।
আমরা আবার হিন্দু পূজোয়,
সম্প্রীতিও গড়ি।
সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে,
আমরা আছি বেশ।
আমরা কেবল শ্রমিক,মজুর
আমরাই স্বাধীন দেশ।
স্বাধীনতার কবিতা || ১৬.১২.২০২২
• বাংলাদেশ