আমার জন্য কেউ পাগল হোক, তা চাই না
শুধু আমাকে বুঝুক। চোখের কোণে বাসি কাজল
লেপটে আছে, এ দৃশ্য যেন তার দৃষ্টিগোচর হয়।
আমি কাঁদলে তার কাঁধটা বাড়িয়ে দিক, আর হাসলে

সে তাকাক বিষ্ময় ভরা চোখে। প্রভাতে বিছানা ত্যাগের বেলা
আমার আঁচল ধরে বলুক- ‘আরেকটু ঘুমাও, আসেনি
এখনো রোদ জানালার কাচে।’ গোসল শেষে ভেজা চুলে
আমাকে দেখে কেউ তাকিয়ে থাকুক। অফিসে যাবার আগে

তাড়াহুড়ো করে তৈরি চিনি দিতে ভুল করা চায়ে
চুমুক দিয়ে বলুক- ‘বেশ হয়েছে।’ মন খারাপের দিনে
আমাকে নিয়ে ঘুরতে বেরোক। পথের দোকান থেকে
দুটো ফুল কিনে বলুক- ‘আজ সারাদিন শুধু

তোমারই আরাধনা।’ আমি চাই না ওঠতে বসতে
কেউ বলুক- ‘ভালোবাসি ভালোবাসি।’ শুধু চাই
যখন রাগ করে চলে যাই, সে আমাকে যেতে না দিক।
ভালোবাসার নিবিড় সুখে মরে যেতে যেতে মধ্যরাতের বিছানায়

আদরমাখা শিৎকারে তার নাম ধরে ডাকতে চাই। আর চাই
সাজবো বলে আয়নাতে দাঁড়াই যখন, পেছন থেকে জড়িয়ে
কাঁধের চুলগুলো সরিয়ে কানেকানে কেউ তো বলুক-
‘তোমাকে ছাড়া এই পৃথিবী বড়ো একলা লাগে।’

❑❑❑
কবিতা : মেয়েলী আবদার
কবি : #আকিব_শিকদার
কাব্যগ্রন্থ : দৃষ্টি মেলো জন্মান্ধ চোখ (২০২৩)