খাঁচার ভেতর কাঠবিড়ালী নাচছে দারুন সুখে
তার জন্য বিন্তি বেগম কাটছে আপেল কলা
সেই আপেলের এক টুকরো নেয় যদি সে মুখে
বাড়ির কর্তা ক্ষেপবে ভীষণ, দেবেই কানে মলা।

গেটের কাছে কুকুর একটা, গলায় শিকল ঝোলে-
তার জন্য তৈরি হচ্ছে মাংস পোলাও বাটি।
সেই পোলাউয়ের একটু যদি বিন্তি মুখে তোলে
কর্তার বউ বেজায় রেগে মারবে পিঠে চাটি।

আপেল খাবে কাঠবিড়ালী, মাংস খাবে কুকুর
কাজের মেয়ে ভাগ বসালেই পরবে ঘাড়ে মুগুর
পোষা প্রাণির এতো কদর, মানুষকে নয় কিন্তু
সন্দেহ হয় মালিকগুলো মানুষ নাকি জন্তু!!

***
কবিতা : মানুষ জন্তু
কবি : আকিব শিকদার
কাব্যগ্রন্থ : দোলনা দোলার কাব্য, ২০২১