ক্ষীণ দুর্বল কণ্ঠ; শুধায় না কেউ- ‘ক্লান্তি লাগল নাকি?’
রক্তবর্ণ চক্ষু; বলে না কেউ- ‘অসুখ বাধল কি গো!’
ফ্যাকাশে মুখ; চায় না জানতে কেউ- ‘পকেট বুঝি খালি?’
হারিয়ে গেল, ছায়ার মতো যে জন ছিল সাথে
মিছিল শেষে ঘরে ফেরা অজুত জনতার স্রোতে।

কাঠ চৌচির জ্বর; আসে না কেউ জল ন্যাকড়া হাতে
মাথাব্যথায় মরি; বলে না কেউ- ‘কপাল চাপড়ে দেবো?’
কঠিন পীড়ায় প্রলাপ বকি; বসে না কেউ শয্যাকোণে
হারিয়ে গেল, ছায়ার মতো যে জন ছিল পাশে
দূর আকাশের রামধনু আকাশেই গেল মিশে।

নিঝুম রাতে নির্ঘুম; দেয় না তো কেউ হাত বুলিয়ে চুলে
আঙুল কাটে যদি; ছেঁড়ে না কেউ নিজের আঁচলখানি
পিছু ডাকি যবে; তাকায় না কেউ ভালোবাসার চোখে
হারিয়ে গেল, ছায়ার মতো যে জন ছিল নির্ভুল
ধুলার ধসে ধূসর হলো রঙিন রঙ্গা সব ফুল।

***
কবিতা : একজন কেউ ছিল
কবি : #আকিব_শিকদার
কাব্যগ্রন্থ : কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণচুম্বন, ২০১৬