কুটুমপাখি ডাকলো বটে, আমার হৃদয় আঙিনাতে
রাখলে না তো পা-টি
আপেল দিয়ে ফেরত পেলাম মাকাল, আঘাত পেলেই বুঝি
প্রেম কতটুক খাঁটি
নিজের গাঙে নিজেই মরি ডুবে, কপাল আমার
ভাঙা ফাটা ফানুস
গাড়ির আশায় সময় গুনি ইস্টিশনে, এলো না তো
আমার মনের মানুষ
সত্যি বলছি সত্যি- এ আষাঢ়ে গল্প না
একটি হাতে তালি বাজাতে চাওয়া-
দুর্লভ কল্পনা।
বুকের ভেতর হাতুড়ি পিটায় কামার, প্রতিকূল স্রোত
নৌকা নিলো কেড়ে
কাঁটার বনে বৃথাই ছেটাই জল, কোদাল হাতে
কবর খোদে কে-রে...
প্রেমের তাপে মন পুড়ে যায়, অন্তবিহীন সাগর তীরে
কুড়াই ঝিনুক নুড়ি
স্বপ্নডিঙায় ফিরলো না সে, লাটাই আমার হাতেই আছে
সুতো কেটেছে ঘুড়ি
সত্যি বলছি সত্যি- এ আষাঢ়ে গল্প না
একতরফা প্রেমে সফল হবার আশা-
দুর্লভ কল্পনা।
***
কবিতা : দুর্লভ কল্পনা
কবি : #আকিব_শিকদার
কাব্যগ্রন্থ : কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন, ২০১৬