গরিব ঘরের মেয়ে, সুদর্শন ছিলো, ছিলো কেমন একটা
অন্যরকম আকর্ষণ। শিক্ষা-দীক্ষায় উঁচু ছিলো না তেমন।
মন দিয়েছি তাকে নিবার্চিত করে। বংশ কেমন
জানতে ইচ্ছে হয়নি।

বললে তুমি বাবা- ‘কাণ্ড দেখে হাসি,
জাতের হদিস নাই, নুন আনতে
পান্তা ফুরায়। মন দিয়েছিস তাকে, আমার ছেলে হয়ে।
নর্দমার জল পান করে কে বল...!’ পদবী রক্ষা করতে গিয়ে
ভুলতে হলো তাকে।

এবার পেলে জাত, অনেক উঁচু বংশ।
নাম-সুনামের তলানী পাওয়া ভাড়। চেঁচানোমাত্র
চাকর হাজির। ছেলেকে করালে শাদি।

পুত্রবধু পেয়েছো বটে, পিতৃশ্রদ্ধা পাওনি।
দিতে পিতার সম্মান
নারাজ তোমার বউমা। কেনই বা তা দেবে...! তুমি কি তার যোগ্য...!
আর ছেলেকে দিলে বিকিয়ে বউয়ের কাছে। শ্বশুর-বাড়ির কৃতদাস
মাথা নিচু, হাত কচলে হাঁটে- গলা উঁচিয়ে বলতে কথা
সাহস খুঁজে পায় না।  

❑❑❑
কবিতা :  বাবার প্রতি
কবি : আকিব শিকদার
কাব্যগ্রন্থ : জ্বালাই মশাল মানবমনে,  (২০১৮)