প্রথম যেদিন তোমায়
দেখেছিলাম,
অনেকগুলো স্বপ্ন পোষে
রেখেছিলাম তোমাকে নিয়ে।
ভেবেছিলাম,
স্বপ্নগুলো পূরণ হবে সেদিন
তোমাকে পাব আমি যেদিন।
অনেক মানুষের ভিড়ে,
তোমাকে প্রথম দেখেছিলাম
আমি বাসুলিয়া নদীর তীরে।
যেমনি ভাবে পাখিরা ফিরে
তাদের অতি যত্নে গড়া নীড়ে
যাওযার পথে
মাঝে মাঝে তাকায় ফিরে
তেমনভাবে আমি তাকাচ্ছিলাম
তোমার দিকে, শত মানুষের ভিড়ে।
তোমাকে দেখার পর,
আমার উপর,
প্রেম নামক ভুতটা,
করেছে ভর।
তুমি থাক বড় শহরে
চলাচল করো বহরে।
দেখতে তুমি অঙ্গনা,
মেধায় তুমি মন্দনা।
আমার চেহারায় হয়তো চলে
কিন্তু পড়ালেখায় ভালোনা বলে
আসলেনা আমার কাছে,
দূরে গেলে তুমি চলে।
থাকব আশায় তোমায় পাবার,
হয় যদি দেখা আবার
বলব আমি একটা কথাই,
তোমার থেকে থাকি দূরে
বা কাছে তোমার আসি
যেভাবেই থাকিনা কেন,
সবসময় তোমাকেই ভালোবাসি।