জীবনটা চলছে স্বাভাবিক ভাবেই।
স্বাভাবিক!
না! এমনটাও নয়।
সকল স্বাভাবিকের মাঝেও,
একটি অস্বাভাবিক থাকে।
আমারও তেমন!
কত গান, কতো কবিতা শুনতাম
কিছু বুঝতাম,
কিছু খেয়ালে মিশিয়ে দিতাম।
পড়তাম কতো গল্প
মৃত্যু নিয়ে!
অনুভব করিনি কখনো!
মৃত্যুভয়!
মৃত্যুভয় আমার হাসি-খুঁশি,
কর্মব্যাস্ত, বিশাল স্বপ্নময়,
জীবনটাকে হঠাৎ! করে
থামিয়ে দেয়।
পিছিয়ে দেয়,
অনেক পথ, অনেক সময়।
তবুও!
হার না মানা আমি,
আবারও চলা শুরু করি
আগের মতন, একই পথে
একই ভাবে!