নিজের জীবনই যখন যায় যায়,
তখন ভয়ঙ্কর সুন্দরী
কেউ যদি জানতে চায়,
তার নিজেকে নিয়ে
তার সন্দৌর্যের তো তুলনা হয়না,
উপমা দিব আমি কি দিয়ে?
বলতে তো মন অনেক চায়,
তার কতটুকু ভাষায়
প্রকাশ করা যায়?
তার লাবণ্য রূপ
আর রক্তিম ঠোঁট,
তাঁর খোঁপায় গুজা ফুল
কানে পরা পছন্দের দোল
আর সিঁথি করা কৃষ্ণ-গহ্বর চুল
এসব দেখে, হয়তো অনেক পথিক
করেছে তাদের পথ ভুল!
এসব নাহয় বাদ-ই দিলাম,
শুধু তার চোখের কথাই নিলাম
সেটাও তো কৃষ্ণ-গহ্বর।
পুরো একটা জীবন তো সেখানে
আবদ্ধ করে রাখা যায়, নির্দিধায়!
14/01/2023 (12:37pm)