চাইলেই কি আর
কবিতা লেখা যায়?

তাহলে তো সবাই
লিখতে পারত কবিতা,
হতে পারত কবি।
হয়তো বা এ কারণেই
জীবনানন্দ বলেছিলেন,
“সকলেই কবি নয়,
কেউ কেউ কবি”।

তারপর
যতদূর আসে অনুভূতির কথা,
হোকনা সেটা মনের অগোচরে
থাকা কোন ব্যথা।

এগুলো কি আসলেই
করা যায় প্রকাশ?
পৃথিবী নামক ছোট্ট একটি গ্রহ,
সেখানে আমাদের বাস।
সেখানে ব্যবহৃত অল্প
কিছু শব্দ, কিছু বাক্য দিয়ে?

তবুও করছি চেষ্টা,
জানিনা কি হবে শেষটা!