সময়ের হাত ধরে, হাজারো স্বপ্ন,
হাজারো আবেগ, আর কিছু
চোখ দিয়ে বলা কথাকে সাথে নিয়ে,
এই নিঃস্বার্থ শহরটা চলছে বয়ে।
এই শহরটা ভুলেই গিয়েছে।
ভুলেই গিয়েছে, একটা মৌলের
পরমাণুর ইলেক্ট্রনের মতো
আমারও একটা অস্তিত্ব,
এই শহরে বিদ্যমান।
কিন্তু প্রকৃতি আমাকে ভুলেনি,
ভুলেনি সেই বইয়ের তাকগুলো।
আমাকে ভুলেনি সেই সমুদ্রতীর,
লবণাক্ত পানি, সূর্যাস্তের বিকেল,
আর এক ভিন্নধর্মী কলকল্ শব্দ।
আর তারসাথে ভুলেনি আমাকে,
সেই ফুলগুলোর মিষ্টি মধুর গন্ধ।
বসন্তের বাতাস তো
আজও আমার জন্য
অধির আগ্রহে বসে আছে।
শুধু বসন্ত দেখা করতে চায়না
আমার সাথে!
এজন্যই হয়তোবা আর
ফেরা হয়নি তার কাছে।