তোমার করা অভিনয়
বুঝা এতো সহজ নয়।
মাঝে মাঝে মনে হয়
সব সত্য, অবাস্তব নয়।
কেনইবা হবেনা মনে,
অভিনয় যে এতো নিখুঁত হয়।
যে চায়না বন্ধুর ভালো
ভালো বন্ধু সে কিভাবে হয়?
কিভাবে করতে পারে তারা
যদি ভালো বন্ধুই হয়
বন্ধুর নামে খারাপ বলা,
যদিও তা সত্য নয়!
আমি তো মিশেছি
তার সাথে নিঃস্বার্থ ভাবে।
সে তো থাকে
সত্য কথার অভাবে,
মিথ্যা বলা তার স্বভাবে।
হলাম আমি খারাপ
অন্য কারো কাছে
কারণটা তার মিথ্যে বলা
সেটাও আমার পাছে।
এটাই কারণ আমাদের
সুন্দর সম্পর্ক ভাঙার
একের প্রতি অন্যের
খারাপ মনোভাব আনার।