আচ্ছা
কবি হতে গেলে কি
প্রেমে খেতে হয় ধোকা?
হতে হয় ব্যর্থ?
মধ্যবিত্ত, নিম্নবিত্ত কিংবা
বিত্তহীন কি হতে হয়?
ঢিলাঢালা পান্জাবি কি পড়তে হয়?
কিংবা পায়জামা?
পড়তে হয়কি গোল ফ্রেমের চশমা?
রাখতে হয়কি লম্বা দাড়ি?
কিংবা গোফ?
রাখতে হয়কি ঠোটের কোনে
মিথ্যা হাসি?
মিথ্যা অভিনয়ে বলতে হয়কি,
আমি তোমায় ভালোবাসি?
নিজ থেকে করে সৃষ্টি
কথা কি বানাতে হয় মিষ্টি?
তাহলে কি আমি কবি নই?