যে হারে,
সে জানে,
মেনে নেওয়া কি কঠিন।

এজন্য,
পড়ে যাবে যতবার,
উঠে দাঁড়াবে ততবার।

কখনো যাবেনা হারা
পড়ে গিয়ে উঠেনি যারা,
ভিতর থেকে তারা
গিয়েছে মারা।

প্রচলিত আছে একটা কথা যা
প্রথম শুনে আমার মনে হয়েছিল,
এটা বলা হয়েছে অযথা।
কথাটা হলো এরকম
'কাজের বেলায় কাজী
কাজ ফুরালে পাজী।'

আসলে আমাদের কখনো
হওয়া যাবেনা পাজি,
হতে হবে কাজী
এবং সেটা আজই।

রাখতে হবে জীবন বাজি,
বাইতে হবে বৈঠা মাঝি।
যতক্ষণ পর্যন্ত না
ভাগ্য হচ্ছে রাজি।