সাগর তলে অতল পাড়ে
কত'না মানুষ ঘুরে,
কত রকমের প্রাণী সেখানে
কেউ কি তা জানে?
আকাশ ফেড়ে যানে চড়ে
কত মানুষ ভবে উড়ে,
কত কিছু জানতে চায়
দুনিয়া ঘুরে ঘুরে।
উঠছে একবার আকাশ ফেড়ে,
নামছে আবার মাটি চিড়ে।
জানতে চাওয়ার আকাঙ্ক্ষাই,
নিয়ে যাচ্ছে বহু দূরে।