আমি কাব্যগ্রন্থ হলে,
তার কবি তুমি।
আমি কবি হলে তার কবিতা
আর কবিতা হলে ছন্দ তুমি।

আমি পদার্থ হলে,
তার মৌল তুমি।
আমি মৌল হলে তার অনু
আর অনু হলে পরমাণু তুমি।

আমি সংখ্যা হলে,
তার অংক তুমি।
আমি ভাষা হলে,
তার ধ্বনি তুমি।
আমি মহাবিশ্ব হলে,
মহা বিস্ফোরণ তুমি।

আমি জীব হলে,
তার জীবকোষে তুমি।
আমি জীবকোষ হলে,
তার মাইটোকন্ড্রিয়া এবং
সুগঠিত নিউক্লিয়াস তুমি।

আমি তথ্য প্রযুক্তি হলে,
ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক তুমি।

আর কিছু বলার নেই আমার।

10:45 am / 09122022