কাজ করা শিখতে হয় কিছুদিন।
আর কাজ করতে হয় কিছুদিন।
আর তারপর, জীবন শেষ।
কেনইবা শিখতে হবে কাজ,
জীবনটা আমার
কাটছিল তো বেশ।
এসব কথা ভাবতে গিয়ে,
করছি খেলা সময় নিয়ে।
না থামছে সময় কখনো,
কাজ শিখছিনা আমি এখনো।
জানিনা কি হবে শেষে,
এই অলসতাকে ভালোবেসে!
পরের বিষয় দেখা যাবে পরে,
হঠাৎ একদিন যাব আমি মরে।
তখন আর করতে
হবেনা কোন কাজ,
যেমনটা করা উচিৎ
আমার আজ।