কি জামানা আইল রে ভাই -
টাকা ছাড়া কারো দাম নাই।
টাকা থাকলে সৌভাগ্য ,
না থাকলে দুর্ভাগ্য ।
মা বোঝা সন্তানের কাছে ,
স্ত্রী বোঝা স্বামীর কাছে ,
বোন বোঝা ভাইয়ের কাছে ,
মেয়ে বোঝা বাবার কাছে।
টাকায় হয় সুখ কেনা,
টাকায় হয় দুঃখকে চেনা।
টাকা ছাড়া এ দুনিয়ায় ,
আপন মানুষ হয় অচেনা।
আত্মার সম্পর্কগুলোও এখন
টাকার ওপর নির্ভর করে চলে ,
ভালো হোক বা মন্দ হোক
টাকাই কথা বলে।