আমি হেঁটে চলি...
হেঁটে চলি স্বপ্নের আদিগন্তে..আর ভাবি
কত সমুদ্র চোখের জল চেয়েছিলে তুমি জানা হয়নি!
কেফেইনের কাপে একা একা দিন গুমরে কাটে
কবিতার খাতা তোমার নামে করে দিলাম
পাতায় পাতায় তোমার স্পর্শ আমার হবে বলে
তোমার আঙুলে জড়িয়ে থাকব ভালবাসার পরশে
আমার নিঃসঙ্গ দিনের উদাসী দুপুরে
খুব মনে পড়ছে আজ তোমার কথা ।।
ঠাঠা দুপুররোদে হেঁটে যাচ্ছি ব্যস্ত পথ ধরে,
গরমে ওষ্ঠাগত প্রাণ, তেষ্টায় ফেটে যাচ্ছে বুক,
দেখা হবে যে কোন এক রাতে কিংবা রৌদ্রকরজ্জল দুপুরে
কোচর ভরে সোহাগ তুলে রাখার প্রত্যাশা যে দিয়েছিলে;
বৈশাখের লু হাওয়া হঠাৎ
বসন্তের লিলুয়া বাতাস রুপে বয়ে যায় যেন
গনগনে তাপ ঢেলে দেওয়া সূর্যকে
হঠাৎ শ্রাবণ রাতের পূর্ণিমার চাঁদ মনে হয়
কি কারন জানো কি ?
প্রখর রৌদ্র তাপে ভর দুপুরে
দাঁড়িয়ে তুমি যে অপেক্ষায় !!