ঝিম ধরা সময়ে আটকে আছি পুরনো কষ্ট জাপটে ধরে
মুঠি ভরে রাখতে চাই সুখ স্মৃতি, চেয়ে দেখি সবই গত হয়েছে
চলৎশক্তি অসাড়--ঠায় দাঁড়িয়ে, ফিরে যাওয়ার আশায়
গতানুগতিক বিষয়ে অভ্যস্ত চোখ নিরাশ হয়নি এখনও ।
প্রকৃতির রঙ বিচিত্রে একঘেয়েমি ধরেছে
পায়ে পায়ে হেঁটে যাই অনেকটা পথ ।।
এ কি সর্বনাশ করলে আমার অনিকেত !!
হারিয়েছি ফাগুন মাস নিস্তব্ধ গহীন অরণ্যে বসত আমার
কত যুগের তৃষ্ণায় কাতর খুঁজে ফিরেছি তোমার মুখ
তুমি আমার ভাগ্য রেখা সকল সাধনার সুখ
প্রখর উত্তাপের পর এক আজলা জলের
অপেক্ষার মত- তোমার অপেক্ষায়-
আসবে কবে ?