শহরের পর শহর ছাড়িয়ে আরও দুরের কোন এক শহরে
ছোট্ট আঁকা বাঁকা চিরল পথ বেয়ে ;
জল টল মল-শান্ত শীতল ছবির মত একটি শহর;
সমস্ত দিনের কর্ম ক্লান্তির পর নিস্প্রুভ সন্ধ্যাগুলোতে
বেজে ওঠে শাঁখ---গোঁধুলী বেলায় ধুপের গন্ধ;
ব্যকুল করা চিত্ত উসখুস করে ওঠা মন
শপথ, বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত নদীর!
আমার সারাটি বেলা দিলাম তোমায় এসো একদিন,
মুখোমুখি বসি--তারপর কেটে যাক লগ্ন প্রহর,
নীড়ে ফেরা পাখিরা চমকে তাকাবে
পাখা ঝাপ্টে বিষন্ন সন্ধ্যার পাশ কাটিয়ে চলে যাবে দূর নীড়ে
দূর্বোধ্য সন্ধ্যা ম্রিয়মাণ সূর্যের দীপ্তিহীনতায়
আরও বেশী উজ্জলতায় আকস্মিক স্বাপ্নিক হয়ে উঠবে
পিচের রাস্তার এক পাশে শিরিশ গাছের ছায়ায়
নরম বাতাসেরা গা ছুঁয়ে রাত্রীর পদধ্বনি শুনাবে--
খোলা চুলের উড়াউড়ি চপল চাহনির আবেশ ছড়িয়ে
তোমার ভালোবাসার শেষ সীমানা চড়া দামে কিনে নেব
হৃদয়ের সমস্ত অর্গলের বিনিময়ে ।।