কেটে যায় ধূসর সময় প্রতীক্ষার পর প্রতীক্ষায়,
তবু থেমে নেই যৌবন, থেমে নেই জীবন প্রবাহ
জমতে থাকে কেবলই কিছু নিস্তব্ধ প্রত্যাশা
স্মৃতির আলোড়নে থমকে থাকে কিছু মুহুর্ত;
নীরব কান্নার আত্মবিলাপে চোখের পাতায়
মেঘ জমে নিবিড় ছোঁয়াতে ।।
মহাপাতকী আত্মা আমার মৃত্যু যন্ত্রণায় কাতর
আমি--তুমি থেকেও, কোথাও যেন নেই !
আছে পথ চেয়ে থাকার বেদনা শুধু নেই প্রতিশ্রুতির রঙ,
নেই হৃদয়ের আগের সেই আকুলতা;
আছে নিঃসীম একাকী অন্ধকার রাত্রি ।।
কেবলই ছুটে চলা অজানা লক্ষ্যহীন সময়ের পদচিহ্ন ধরে,
শপথ, বুকের গভীরে গোপন করা সমস্ত আবেগের!
বিনিময়ের ইচ্ছেতে না বলা কথাগুলো গুমড়ে ওঠে
মৌনী উপাসনায় পুড়িয়ে জন্ম নেওয়া সহস্র কথামালা
বজ্র নিনাদে ---ফুঁপিয়ে জানান দেয়
সম্মোহিত হয়েছি তোমার অন্ধ বিশ্বাসে
আমার আত্মাকে সমর্পণ করলাম
তোমার ইচ্ছেমত খেলো ও প্রিয়
বিল ডাকাতিয়াতে অপেক্ষার প্রহর
অবুঝ মন---
উন্মুখ মাতাল চাষাবাদের ।।