ঝঙ্কার উঠেছে আজ;
নাচছে খঞ্জন অবিরাম।
সাবধান থেক তব তুমি-
যে ভাব নিজেকে রাজার নীতিতে আসীন।
সাক্ষী আসমান জমিন
সাক্ষী হল বুকের চাপা ক্ষোভ।
ছারখার করে দিব ক্ষোভের আগুনে,
যে বানাবে বাংলার মানুষকে ভোগ।
রাজার বেশে শয়তানের পাল
জনতা আজ ধরছে দেশের হাল।
ভাল করে তাকিয়ে দেখ
খঞ্জনের অবিরাম নাচ।
কি করে পালাবি-
দেখেনে তোদের মৃত্যুর সাঁজ।
অভিমানী, শান্তির পিপাসায় তৃষ্ণার্ত জনতা আজ
জেগে উঠেছে মনুষ্যত্ব দাবানল।
ঝঙ্কার উঠেছে আজ;
নাচছে খঞ্জন অবিরাম
রুদ্ধ হল আজ-
তোদের বাঁচাবার সব দার।