শওকত আকন্দ-এর “গীতিকবিতা” সম্ভার-
মন মানুষের উপাখ্যান
........................

মন শুধু ছুটে যায় কিসেরই মায়ায়,
সবশেষে ফিরে আসে নীল বেদনায়।
মন আমার শুধু ছুটে যায় সেই মনের মেলায়,
ঘুরে ফিরে শেষে  হারিয়ে যায় জীবন জ্বালায়।

দুপুরের খড় রোঁদে বৃষ্টির আশায়,
মন শুধু ছুটে যায় মেঘের ছায়ায়।
কাঁদুক আমার মন কাঁদুক মায়ায়,
বৃষ্টি ঝরে যাক চোখের পাতায়।

লাল রং মেখে ঐ গোধূলি সাঁজে,
আমার বেদনার মনের মাঝে।
জ্বলোক আমার মন, আরও জ্বলুক,
লাল রঙ মেখে তবুও গোধূলি থাকুক।

রাত্রির শেষভাগে জোৎসনার আশায়,
মন শুধু পেতে চায় নীরব ছোঁয়ায়।
নীরব আমার মন, নীরব ভাষায়,
ভোরের আলোতে শুধু বেদনা ছড়ায়।