যে গান বেঁধেছি আমি মনের গহীন সুরে,
হয়নি গাওয়া তা আর আপন স্বরে।
যে মালা গেঁথেছি আমি শত ফুলে,
ছিঁড়ে গেল কেমনে তা একটি ভুলে।
যে প্রেম সাঁজাই মোর হৃদয় মাঝে,
দুঃখের স্বরলিপি হয়ে তা কেবলই বাজে।
যে স্বপ্ন গড়ি আমি মোর জীবন নীড়ে,
ভেঙ্গে যায় সঙ্গোপনে তা দুঃখের ভিড়ে।
এ কেমন আশা নিয়ে মোর বুকে
শুধু চলে যাই ভুল ঠিকানায়।
এ কেমন সুখ বেঁধে মোর মনে
জড়াতে চাই মিছে সুখেরই মায়ায়।
তবে আজ হতে বাঁধব না কোন আশার বাসা,
বাসবো না আমি কোনদিনও কাউকে ভালো।
মোর তরে থাকুক না হয় অন্ধকার,
আর তোমাদের তরে আলো।