নিঝুম রাতে নির্ঘুম চোখে,
দেখছি তোমায় জ্যোৎস্নায় ভিজে,
ভাবছি যা আমি, ভাবছ কি তাই!
বলবো যা আম্‌ বলবে কি তাই!

নিঃস্তব্দ চারদিক উতলা এ ম্‌
আমরা বসে মুখোমুখি দুজ,।
ভাবছি যা আমি, ভাবছ কি তাই!
বলবো যা আমি, বলবে কি তাই!

তোমার চাহনি শিহরণ জাগায়,
নীরব ভাষায় আমায় বলে যায়।
পারবো যা আমি, পারবে কি তাই!
বলবো যা আমি, শুনবে কি তাই!

অনুভুতির সব দুয়ারগুলো-
আজ মেলে যাক,
স্মৃতি হয়ে থাক,
তুমি ও আমি আর একটি রাত।