রঙ দিয়ে খেলা করি, রঙ নিয়ে সাজাই,
রঙ দিয়ে যত্রতত্র, রঙ নিয়ে বাজাই।
তাই স্বপ্নের রঙ, মনের ডং, মাধুরী মিশিয়ে আঁকি,
ছবি সেতো হয়ে যায়, কি যেন থাকে বাকি!
নিঝুম রাতে নিঃসঙ্গ ক্ষণে এলোমেলো ভাবি,
লাল নীল না বেগুনী, কি দিয়ে যে আঁকি!
তাই স্বপ্নের রঙ, মনের ডং, মাধুরী মিশিয়ে আঁকি,
ছবি সেতো হয়ে যায়,কি যেন থাকে বাকি!
তন্দ্রা এলে ঘুমিয়ে পড়ি, আঁকা থাকে বাকি,
স্বপ্নলোকে দেখি আমি রঙের মাখামাখি।
তাই স্বপ্নের রঙ, মনের ডং, মাধুরী মিশিয়ে আঁকি,
ছবি সেতো হয়ে যায়, কি যেন থাকে বাকি!