সিঙ্গুরে সাধু সাজ্যে
ভাঙ্গরে হাঙর ?
হঁড়পাই জমি জমা
বিজলীর ঘর !
হাই টেনশন তার
মাথার উপরে
ডরে ভয়ে কুঁকড়াই
থাকব কি করে ?
পাঁচ বিঘা ধানজমি
তিন দফা চাষ
বছরের ভাত টুকুর
হল্য সব্বনাশ !
আল দিবি শহুরেই
হামরা আঁধারে
খুন ঝরে কাঁটাতেই
গলাপের ঝাড়ে ।
মাড়ভাত আলুসিঝা
কেরোসিন বাতি
ভাল আছি এমনেই
দুখে সুখে মাতি ।
দেশটায় আর কন
ফাঁকা মাঠ নাই ?
করবি যা গিড ফিড
যা ইচ্ছা তাই ।
ফিরাই দে ধান জমি
ফিরাই দে মাটি
জান দিব ছাড়ব না
হোক ফাটাফাটি ।
• সম্প্রতি পশ্চিমবঙ্গের দক্ষিন চব্বিশ পরগণা জেলার ভাঙ্গরের কাশীপর থানার অন্তর্গত খামারাইট, মাছিরাঙা প্রভৃতি গ্রামে বলপর্বক বহুফসলী কৃষিজমি দখল করে পাওয়র গ্রিড বসানো নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে । হাজার হাজার কৃষক এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে প্রায় তিনমাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । এই কবিতাটি কবিবন্ধু আবু সঈদ আহমেদের অনুপ্রেরণায় সেই সমস্ত জমিহারা আন্দোলনরত কৃষকভাইদের প্রতি উৎসর্গ করা হল ।