তুরা যখন থাকবি মাত্যে
কালীপূজায় বাজী পুড়ায়
মুদের তখন বান্দনা পরব
ঘরে ঘরে দুয়ার গড়ায় ।
নাই’খ ঠাকুর নাই’খ পুরুত
পূজব্য গরু গুয়াল ঘরে
তেল মাখায়ে গরুর শিংএ
রাঙ্গাই দিব লাল সিন্দুরে ।
মাদল বাজায় গাইব সবাই
লাচব্য মুরা কমর হিলায়
তিসরা দিনে মারাংবুরুর
পূজা হবেক গুয়াল কনায় ।
পরাই দিব্য গরুর গলায়
কচি ধানের শীষের মালা
মুরগী বলি হবেক রাত্যে
ভঁরাই দিব্ গানের ডালা ।
শেষের দিনে খুঁটায় বাঁধে
নানান রঙে দিব সাজায়
ধামসা মাদল বাজে তালে
লাচে গরু কেঊবা পালায় ।
গরু হামদের ঘরের পশু
হালও বাহে গাড়ী চালায়
তাইত মুরা বাঁট্যে লিছি
সুখ দুখটা গলায় গলায় ।