শরাবনের বাদলা দিনে
মহুলঘুট্যায় দিলি কিনে
পায়ের তড়া ঝুমঝুম্যালেই
চইখটা বুঁজেও লিব চিনে ।
চুলে গুঁজা হলদ্যা গাঁদা
পরনে তুর শাড়ী সাদা
রথমেলায়ে হাঁরাই গেলেও
আনব্য ঢুঁড়ে হামার রাধা ।
কানের দুলে ঝুমকা লতা
যেথায় যাবি থাকব্য হথা
বারিষ আল্যে চাটান ধারে
ভিজা মনের পীরিত কথা ।
রাধালো তুর ঠমক চমক
বাসি ভাতের নঙ্কা নমক
রূপ দেখে মুই পাগল হয়ে
চাইলে ছুঁতে দিসনা ধমক ।