রুখা শুঁখা টাঁড়ের মাটি
খরায় পূঢ়া দেশ
সাদা সিধা মানুষগুল্যার
ছ্যাঁড়া ফুঁড়া বেশ ।
ট্যাঁড়া বেঁকা মুহের ভাষা
শুন্যে হাঁসিস তরা
মুদের কাছে ভাষাটো যে
মিঠাস মধু ভরা ।
মাকে পরথম মা ডাকলি
গাঁয়ের গদা ভাষায়
লাল মাটিতে হাল বাইলি
সবুজ ধানের আশায় ।
নাইবা হ’ল লরম শরম
পেরেম পীরিতি বুলি
রাঢ়ের ভাষায় বললি উঁকে
ভঁরাইদে মুর ঝুলি ।
ই ভাষাতেই গাইলি ঝুমুর
টুসু ভাদুর গান
ই ভাষাতেই বলত্যে কথা
অকবকাছে পরান ।
ভাষার দিবস করব্য মুরাও
লাগাঁই দিব তাক
মায়ের ভাষার মান রাখব্য
জানটা গেলে যাক ।