নানা তালে নানা বোলে
কবিতার ছন্দ
হেলে দোলে মন ভোলে
ভাল কিবা মন্দ ।
কত কবি আঁকে ছবি
দেন ফুল ফুটিয়ে
রোজ তাই আসা চাই
বসে থাকি মুখিয়ে ।
প্রেম আছে দুঃখ আছে
আছে দৃঢ় প্রতিবাদ
দেশ ভক্তি যুব শক্তি
হরেক রকম স্বাদ ।
কেউ নবীন কেউ প্রবীন
কেউ নারী কবি
সবার মাথায় আছেন সদায়
সবার প্রিয় রবি ।
মিল আছে অমিলও আছে
দৃষ্টি চিন্তা ভাবনায়
তবুও প্রত্যেকে প্রত্যেকের বন্ধু
কবিতার এই আঙিনায় ।
বছর বছর চলুক আসর
করুক নয়া সৃষ্টি
মোদের আশা বাংলা ভাষা
বাঁচুক মোদের কৃষ্টি ।