উকিল বাবু উকিল বাবু
কাল কোট পরিস
গীতা কোরআন ছুঁয়ে তুরা
মিছা কথা বলিস ।
তরাই জানিস কনটা বেঠিক
কনটা বটে সঠিক
পৈসা খেঁচার নেশায় তুরা
রোজ পাল্টাস দিক ।
সাচ্চা বিচার পাত্যে লকে
আসছ্যে তুদের কাছে
লোভ দেখায়ে গরীব লককে
চঁড়ায়ে দিস গাছে ।
ভিটা মাটি গয়না গাটি
সব খুঁয়ায়ে মামলা
শেষে দু’টা ভাতের লাগ্যে
বাঁধা দিবেক গামলা ।
আমীর লকে খুন করলেও
পাবেক নাকো সাজা
বিনা দুষে গরীব মরে
আসল দুষী রাজা ।
আইন কানুন বিচার ধারা
কাদের লাগ্যে লিখা ?
পৈসা যাদের আইন তাদের
ইটাই হল্য শিখা ।
* পশ্চিমবঙ্গের বাঁকুড়া-পুরুলিয়া জেলায় প্রচলিত আঞ্চলিক কথ্য ভাষায় রচিত ।