যুগের সাথে তাল মিলিয়ে
চলো লেফট রাইট
নাহলেই তুমি সেকেলে বুড়ো
এযুগে টিউব লাইট ।
চেনা জানা দুনিয়া আমার
যেমন ছিল আছে
দিন রাত্তির এখনও হয়
ফুলও ফোটে গাছে ।
তবুও নাকি বদলে গেছে
সাবেক রীতি রেওয়াজ
গানের নামে চলছে যেমন
বেসুরো সব আওয়াজ ।
প্রণাম আদাব উঠেই গেছে
“হাই” বলাটাই প্রথা
মদের নেশায় হচ্ছে মাতাল
বারণ করাও বৃথা ।
এমন তো নয় আমরা বোকা
ওরাই যত চালাক
ওদের “হ্যাঁ”তে “না” বললেই
বাড়বে শুধু ফারাক ।
বিশ্বায়ন আজ গোগ্রাসে খায়
দেশ সংস্কৃতি ভাষা
দোষ দেবনা তাই তো ওদের
ওরাই মোদের আশা ।