কতদিন আর থাকবি পড়ে
গামছা বাঁধ্যে পেটে
কতদিন আর মরবি নিজে
বেগার খাট্যে খাট্যে ।
বাপ বুড়াটা মরছে রোগে
অসুধ নাই’ক ঘরে
ধুঁকধুক্যা জ্বরে ভুগে ভুগে
মা’টা যাবেক মরে ।
আইবুড়া বুন শুঁখাই যাছে
বিহা কবে দিবি ?
বেকার ভাইটা বিড়ি ফুঁকে
ধরাই লিল টিবি ।
ঝাঁঝরা চালে বাদল হল্যে
ঝরঝরা জল পড়ে
ঠান্ডাকালে হুলহুল্যা জ্যাড়
হুল ফুটাছ্যে হাড়ে ।
ইটোক তরা বাঁচা বলিস
কনটা তবে মরা ?
মরা লকের ভয়টা কিসের
ফঁস কর’ন তরা !