আাশক্যা পিঠা আঘন মাসে
পউসে পিঠা পুলি
করত্যে লারিস মুদের ভাল
মুঁহেই যত বুলি ।
বল্যেছিলি রাখবি মুদের
দুধে ভাতে ঘিয়ে
চুষছি এখন বুড়া আঙ্গুল
মান ইজ্জত দিয়ে ।
বুঝাঁইছিলি সবুজ হবেক
শুঁখা বাঁঝা টাঁড়
বছর আল্য বছর গেল
ধরন থাক্যে জ্যাড় ।
সস্তা দরে চালটা লিছে
গাঁয়ের মড়ল যারা
মাটিতেলও (কেরোসিন) বন্ধ হছে
দেখব রাত্যে তারা ।
মাটি কাটার কাজ বন্ধ
বাঁধছি বস্যে বিড়ি
হামরা হলি তদের লাগ্যে
উপরে উঠার সিঁড়ি ।