বছর এলো বছর গেল
বয়স গেল বেড়ে
পেলাম কিছু নতুন বন্ধু
কিছু নিল কেড়ে ।
আসর জুড়ে ছিল যারা
নিত্য দিনের সঙ্গী
হঠাৎ তারা উধাও হল
হয়তো হল জঙ্গী ।
শখের লেখা প্রকাশ করে
পেলাম কত মিতা
প্রেম প্রতিবাদ মানবিকতার
দুরন্ত সব কবিতা ।
দেখেছি কত সুপ্ত প্রতিভা
ছাইচাপা সব আগুন
কাব্য দিয়েই মাঝ বোশেখে
আনতে পারে ফাগুন ।
ভাল থাকুন ভাল লিখুন
ঝরুক কাব্য ধারা
এই আশাতেই চলুক আসর
হোকনা বছর সারা ।