পাঁচুর মায়ের হাজার জ্বালা
কুল রাখে না শ্যাম !
ছেলে মেয়ে যে যার মতো
ভাতারও বিধি বাম ।
লোকের ঘরে বাসন মেজে
কাপড় কেচে রোজ
কেমন করে ভাতটা জোগায়
কেউ রাখেনা খোঁজ ।
চারটি মেয়ের একটির সবে
জুটেছে ঘর বর
ঝান্ডা হাতে মেজকি মাতায়
ঘর হয়েছে পর
প্রেম করেছে সেজকি রানী
পাড়ার দাদার সাথে
ছোটকি সাজে হালফ্যাশেনের
জিনস আর কুর্তিতে ।
একটি ছেলে সেওতো আবার
খারাপ সঙ্গে মিশে
চুরির দায়ে পুলিশ হাজত
মরন আছে শেষে ।
কারখানা গেট বন্ধ এখন
বেকার পাঁচুর বাপ
পাঁচুর মায়ের মাথায় এখন
সারা বিশ্বের চাপ ।