আলু পস্তু বিরির ডালের
জুড়ি কন নাই
মাছ মাংস হালুয়া পুলাও
যতই খাও ভাই ।
মুলা বেগুন পালং শাগে
ঘন্ট করে লাও
সজন্যা ফুলে সর্ষ্যা বাঁটা
গরম ভাতে দাও ।
কঁচি ডাঁটা বেগুন দিয়ে
ভাজা বড়ি সাথে
মসুর ডালের গরম বড়া
ভাত থাকেনা পাতে ।
লত্যুন আলু মটর শুঁটির
মাখা মাখা দম
গন্ডা পাঁচেক নুচি হলেও
মনে হবেক কম ।
তার উপরে নলেন গুড়ের
পায়েস যদি হয়
কি দরকার আমিষ খাবার
নিরামিষের জয় ।