সবজী কাট্যে বাটনা বাট্যে
এক’শ টাকা জুটে
ঘরের মরদ নাই’ক দরদ
আধেক টাকাই লুটে ।
মদ গিলবেক লেশা করবেক
মাতাল হয়ে ঘর
ঘরের মাগী কন অভাগী
উপাস করে মর ।
অভাব জ্বালা নিত্য পালা
সুখের দেখা নাই
কমলি ছুঁড়ি বলল্য খুঁড়ী
পৈসা জমা তাই ।
তিরিশ টাকা সরযু কাকা
লিবেক রোজেই আস্যে
জমা দিবেক সুদ বাড়াবেক
ডবল তিন মাসে ।
ভাবলি মনে বাড়ব্যে ধনে
মদ গিলানোর চাঁয়ে
সরযু রোজেই গেলে কাজেই
যায় টাকা লিয়ে ।
তিনমাস পরে ছ’মাস করে
ছ’মাসটোকে বছর
ফুরাল্য আশা ডবল পৈসা
মুলটা যাবার ডর ।
ফান্ড উঠল্য পুলিশ আল্য
সরযু হল্য উধাও
পড়ে ফান্দে মরলি কান্দে
পড়ল্য মুহে জুতাও ।