এক নিমেষে হারিয়ে যাবে
বোতাম টিপে বিশ্বে
নিত্য নতুন কত খবর
কত মনোরম দৃশ্যে ।
কাছের মানুষ দুরের মানুষ
একসাথে সব মিলছে
যন্ত্রের দেওয়া মন্ত্রনাতেই
মানুষ এবার জাগছে ।
বন্ধু মিলে শত্রুও মিলে
মিলে তঞ্চক মানুষ
কথার গ্যাসে ফুলিয়ে দেয়
কত রঙিন ফানুস ।
জালের উপর জাল বিছিয়ে
আন্তর্জালের মায়া
আলোটুকুই কর আহরন
পরিহার কর ছায়া ।