পীচ ঢালা পথে বাড়িয়ে চলেছ
জীবন গাড়ির গতি
জানবে কেমনে ধুলো কাদা মাঠে
চ’লবার কেরামতি ?
জন্ম নিয়েছ কোটিপতি ঘরে
সোনার চামচ মুখে
দেখেছো কি কভু গরীব কৃষক
খিদেয় মরে দুখে ?
কৃষকের জমি কেড়ে নিয়ে কর
হোটেল ফাইভ ষ্টার
কোথাও বা কর ফিল্মি ষ্টুডিও
কোথাও মদের বার ।
লুটেই চলেছ কোটি কোটি টাকা
ফাঁকি দিয়ে আয়করে
বেচারী কৃষক ঘাম ঝরা শ্রমে
ধান বেচে কমদরে ।
ভুলেই গিয়েছ দেশ মাটি ভাই
আপন স্বার্থ লোভে
কোথায় পালাবে বঞ্চিতরা যবে
আছড়ে পড়বে ক্ষোভে ?