হাওয়া দিলেই ঢেউ খেলে যায়
দিঘির শান্ত জল
ঝড় উঠলেই ত্রাহি ত্রাহি রবে
গাছ করে টলমল ।
শীত বললেই মন উড়ু উড়ু
দেশ ভ্রমণের নেশা
দুর থেকে দেখা হিমানি কন্যা
অপ্সরা শুভ্রবেশা ।
প্রেম বললেই ফিরে যাই চলে
মাঝ বাইশের দিনে
শাড়ীর আঁচলে চুল এলোমেলো
কিছু কথা কানেকানে ।
বিয়ে বললেই কানে বাজে শুধু
সানাইয়ের মিঠে সুর
সংসারী হয়ে সব ভুলে যাওয়া
ভালোবাসা চুরচুর ।
তবুও জীবন ডাল পালা মেলে
ছুঁতে চায় অভিলাষ
কেউ সুখী হয় কেউবা অসুখী
যতদিন নেয় শ্বাস ।