গেঁড়ার বাপটো বড্ড তেঁড়্যা
কুছু বললেই গুঁসা
আনত্যে বললি ডাঁশা আঁজির
আন্যে দিলেক শঁশা ।
পউস পুঁহালেই মকর পরব
লতুন কাপড় চাই
শহুরে যাত্যে বলল্যে বাবুর
বলব্যে পৈসা নাই ।
ফনীর বৌটো ইবার লিবেক
ধন্যাখালির তাঁত
হামার বেলায় বলল্যে বলে
জুটবেক নাই ভাত ।
গেঁড়া ইবার কেলাস সেভেন
চায় জিনস জ্যাকেট
বাপকে বল্যে কানমলা খায়
দেখায় ফাঁকা পকেট ।
ভাবলি ইবার কিনে দিবেক
হিল তুলা জুতা
কথায় কথায় পৈসা নাই’খ
সবটাই উঁর ছুঁতা ।
আসলি কথা সবই জানি
গেঁড়ার বাপের কুষ্টি
পৈসা দিহে পালছ্যে লিজে
কমলি মাগীর গুষ্টি ।