শিমুল গেছে মাছ ধরতে
শুভ্র বসন পরে
এমন সময় সাইদুর ভাই
টানেন কাছা ধরে ।
জয় সুন্দর নদের নাগর
দেখে হাসেন মুচকি
খায়রুল ভাই খেতে খেতে
তোলেন শুধু হেচকি ।
আবু সঈদ বেজায় খুশী
বলেন আরো জোরে
হুমায়ূন ভাই পিছন থেকে
মাথায় চাটি মারে ।
প্রণব বাবুর গম্ভীর মুখে
হঠাৎ অট্টহাসি
মল্লিকা বোন ধরেছে গান
পলক বাজায় বাঁশি ।
পড়ি মরি ছোটে শিমুল
বড়শি কাঁধে নিয়ে
অজিতেশদা দৌড় লাগিয়ে
ধরেন তাকে গিয়ে ।
শিমুল রেগে খাপ্পা তখন
হাতপা ছুঁড়ে কান্না
এডমিনভাই ধরলেন হাল
পান করালেন পান্না ।
আদর করে বললো সবাই
আবার লিখ “রুশি”
শান্ত শিমুল ধরলো কলম
সবাই হল খুশী ।