পুঁথি পড়্যে তক্ক করিস
আনপঢ়দের সাথ
ভাবিস উঁরা মুখ্যু বটে
দু’কলমেই কাত ।
কলম পিষা তুদের কম্ম
মুদের চাষবাস
জানিস তুরা কুন ধানটা
হবেক বারমাস ?
ধরণদিনে থাকিস তুরা
ঠন্ডামশিন তলে
ধুপস্যা রদে ঝামরে মরি
বারিশটো না’হলে !
শাওন মাসে ঝরঝরা জল
তুরা ছাতাতলায়
হামরা তখন হাঁটু কাদায়
ধানচারা লাগাই ।
আশ্বিন মাসে তুদের পরব
দুগ্গা লক্ষ্মী তারা
সবুজ ফসল বাঁচাতে তখন
ছড়াই পকামারা ।
জাড়্যের সময় ফুরফুরা মন
করিস বনভুজনা
কাস্তা দিয়ে কাটছি তখন
সনার ফসলদানা ।
মুদের নসীবে পুঁথির বিদ্যা
কনদিনও নাই
সব মানুষের অন্ন জুগায়ে
তিপ্তিসুখ পাই ।