জুসনা রাত্যে চল ফেলানি
বুলত্যে পাহাড় গড়ায়
ঘরে হামার মন লাগে না
শিকলি পায়ে পরায় ।
শাল মহুল্যার জঙলা ভরা
চমকি তলার টাঁড়
দেখবি কেমন ঝিকমিকাছ্যে
বুনা ফুলের ঝাড় ।
পাহাড় ঝরা লদীর আড়ায়
হুক্কা হুয়া ডাক
চাঁদের আলয় দেখবি যখন
লাগ্যে যাবেক তাক ।
চাটান খুঁজে বসব্য মুরা
বলব্য মনের কথা
চাঁদের পানে রইব শুয়ে
কোলে দিয়ে মাথা ।
হইনা মুরা কামিন-মজুর
নাইবা হল্যম মানি
ধবধব্যা হুঁই জুসনা রাত্যে
হামরা রাজা রানী ।
শব্দার্থ
জুসনা রাত্যে (জ্যোৎস্না রাতে); বুলত্যে (বেড়াতে); পাহাড় গড়ায় (পাহাড়ের পাদদেশে); টাঁড় (বন্ধ্যা প্রান্তর); লদীর আড়ায় (নদীর তীরে); চাটান (সমতল পাহাড়ী পাথর); মানি (সম্ভ্রান্ত)