যদি শুনতিস, কথা মানতিস
কাঁদতে হতোনা আজ
ভালোবাসতিস, ঘর বাঁধতিস
প্রেমেরই হতো রাজ ।
তুই বুঝলিনা, কথা রাখলিনা
থাকলি নিজের মত
ভরা যৌবনে, তোর মৌবনে
ভ্রমর এসেছে শত ।
তুই ভেবেছিলি, করে রসকেলি
নিজে হবি রাজরানী
বৃথা ভালোবেসে, ডুবলাম শেষে
সম্মান হল হানি ।
তোর অহংকার, রুঢ় ব্যাবহার
ভালোবাসা হলো ঘৃণা
তাই অভিমানে, শুভ দিনক্ষণে
ঘরের লক্ষ্মী আনা ।
এতদিন পরে, ভালোবাসা ফিরে
এলি তাই করজোড়ে
দিন ফুরিয়েছে, নেশা হারিয়েছে
ভ্রমরেরা গেছে উড়ে ।
ভালোবাসা ক্ষুধা, স্বর্গীয় সুধা
যখন জীবনে আসে
বরণের ডালা, সাথে ফুলমালা
হৃদয় সাগরে ভাসে ।
তাকে অবহেলা, করে ছলাকলা
পাবিনা জীবনে স্বস্তি
বাকি জীবনে, পুড়ে প্রতিক্ষণে
আমরণ পাবি শাস্তি ।